রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি॥ গাজীপুরের কালিয়াকৈর জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাই স্কুলে রোববার সকালে এর ৪তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি।
এসময় মন্ত্রী বলেন, যে নামে এ স্কুল করা হয়েছে ছাত্র-ছাত্রীরা যদি রেজাল্ট ভাল করতে না পারে তাহলে বিদ্যালয়ে দুর্নাম হবে বলে মন্তব্য করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, গাজীপুর জেলার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, আওয়ামী লীগের পৌর শাখার আহ্বায়ক ওহাব মিয়া।
উপজেলার যুবলীগের সভাপতি হিরু মিয়া, পৌর শ্রমিক লীগের সভাপতি হারিজ উজ্জামান হারিজ, শেখ রিয়াদ, আব্দুল্লাহ আল মামুন, রুবেল হোসেন, রাকিব হোসেনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।