শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কয়েক দিন যাবৎ প্রচন্ড গরমে থাকায় সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ডাইরিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ নানা ধরণের রোগীরা বেড়ে গেছে। তবে হাসপাতালে দেখা গেছে শিশু রোগীদের সংখ্যা বেশী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, মহল্লা ও কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, থেকে লোকজন চিকিৎসা নিতে আসে সরকারী হাসপাতালে। গত কয়েক দিন যাবত প্রচন্ড গরমের কারণে অসুস্থ্য হয়ে পড়ে। এদের মধ্যে ডাইরিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ নানা ধরণের রোগ দেখা দিয়েছে। এই গরমের কারণে ও বিশুদ্ধ পানির অভাবে ও শরীল থেকে ঘাম বের হয়ে শরীলে পানি কমে যাওয়ায় বিভিন্ন ধরণের রোগ হচ্ছে। তবে শিশু রোগীদের সংখ্যাই বেশী দেখা যাচ্ছে।
ডাইরিয়া আক্রান্ত তামিম, রাহুল, সামিউল, সেলিম তারা জানান, কয়েক দিন ধরে ডাইরিয়া হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে তারা আগের তুলনায় অনেকটা ভাল।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার প্রবীর কুমার জানান, এই গরমে বিশুদ্ধ পানির অভাবে নানা ধরনে রোগ হচ্ছে। জ্বর, শ্বাসকষ্টসহ পানিবাহিত বিভিন্ন রোগী হাসপাতালে আসছে। এসব রোগে শিশু ও বৃদ্ধারা বেশি আক্রান্ত হচ্ছে। তবে তাদের নিয়মিতি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বিশুদ্ধ পানির অভাবে এসব সমস্যা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।