শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সোমবার দুপুরে পুলিশ সেবা সপ্তাহ পালন করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে একটি র্যালী বের করা হয়।
গাজীপুর জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়। নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি। মাদক নেশায় নাইরে সুখ, সব নেশায়ই বাড়ে দুখসহ বিভিন্ন শ্লোগান নিয়ে ওই পুলিশ ফাঁড়ির সামনে থেকে একটি র্যালী বের কার হয়েছে। র্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে ওই পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) শাহিদুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার, কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) সানোয়ার জাহান, মৌচাক ফাঁড়ির ইনচার্জ ওসি শহিদুল ইসলাম, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়াসহ পুলিশের সদস্য ও স্থানীয় নেতা-কর্মীরা।