শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

কালিয়াকৈরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর তুরাগ নদের ডুবাইল বিল নামক স্থানে রোববার দুপুরে পানিতে ডুবে ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের রুবেল (২৪) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত রুবেল গাজীপুর জেলার কোনাবাড়ী দেউলিয়াবাড়ি আঞ্জুমান পেট্রোল পাম্প এলাকার রবি মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও নিহতের বন্ধু নওশাদ সূত্রের জানা গেছে, ওই বিশ্ববিদ্যালয়ের ১৩জন বন্ধু কালিয়াকৈর উপজেলার মকশ বিলে বেড়ানোর উদ্দেশ্যে সেলু নৌকা দিয়ে যাওয়ার সময় নৌকা তুরাগ নদীর ডুবাইল বিল সাতাঁর কাটতে রুবেল তার অপর বন্ধু শাহান ঝাপ দেয়। তার সাথে থাকা বন্ধুরা তাদের বাধা দিলেও তারা বাধা উপেক্ষা করে নদীতে ঝাপ দেয়। প্রায় ১০ মিনিট সাতার কাটার পর তারা দুই বন্ধু ক্লান্ত হয়ে পরে এবং পানিতে তলিয়ে যেতে থাকে। সেলুতে থাকা অপর বন্ধুরা তাদের উদ্ধারের জন্য এগিয়ে গিয়ে শাহানকে উদ্ধার করতে পারলেও রুবেল অন্য একটি সেলু তার দিকে আসতে দেখে পানিতে ডুব দেয় ।কিন্তু সে আর পানির উপরে উঠতে পারেননি। এসয়ম রুবেলের বন্ধুরা ৯৯৯এ কল দিলে সাহোয্যের আবেদন করেন। সংবাদ পেয়ে কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরিরা রবিরার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খোজা খোজি করেও লাশ উদ্ধার করতে পারেনি।

এব্যাপারে কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রায় ৫ ঘন্টা সময় ধরে লাশ খোজা হচ্ছে। আমরা সাদ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতক্ষন লাশ না পাওয়া যাবে আমরা তাকে উদ্ধারের চেষ্টা করে যাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com