শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ছবি ব্যবহার করে আচরন বিধি লঙ্গনের অভিযোগ করেন নৌকার প্রার্থীর।
সোমবার বিকেলে নৌকার প্রার্থী রেজাউল করিম রাসেল তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন।
তিনি অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন সিকদার তার ব্যানারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের ছবি ব্যবহার করে আচরন বিধি লঙ্গন করছেন। মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সেজন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছেন। তারা জোরপূর্বক কয়েকটি নৌকার অফিস বন্ধ করা, কর্মীদের আটকও করছেন। তারা ভোট চাওয়া বাদ দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মী ও সংবাদকর্মীরা।