শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

কালিয়াকৈরে নৌকা প্রতীক চান উপজেলার সাধারণ সম্পাদক

কালিয়াকৈর প্রতিনিধি::

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কালিয়াকৈরে নৌকা প্রতীক চান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় দলটির সুসংগঠিত করে দলকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি উপজেলার আওয়ামী লীগের সম্পাদক থাকায় বিভিন্ন সময়ে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। ফলে তিনি নৌকার প্রতীকে প্রার্থীতা হয়ে উপজেলা চেয়রম্যানের নির্বাচন করতে চান। এরই ধারাবাহিকতায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তিনি গণসংযোগ করছেন। এতে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগকে চাঙ্গা করে তুলেছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দরা ভোটিং এর মাধ্যমে নৌকা প্রতীকের জন্য উপজেলার সাধারণ সম্পাদক মুরাদ কবিরের নাম কেন্দ্রে পাঠিয়েছেন।

কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির জানান, দল যদি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন অবশ্যই বিজয়ী হবো। মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়ার লক্ষে যে কাজ করা প্রয়োজন তাই করবো এবং কালিয়াকৈর উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে রূপান্তরিত করবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com