রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈরে নৌকা প্রতীকে উপজেলার বিভিন্ন নেতারা প্রতিটি ওয়ার্ডে ও গ্রামের ইতি মধ্যে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে।
গাজীপুর-১ আসনের আ.ক.ম মোজাম্মেল হক আ’লীগের মনোনীত প্রার্থী । এর পক্ষে গাজীপুর জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেয়র প্রার্থী সিকদার জহিরুল ইসলাম জয় নৌকা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় নেমেছে দিন-রাত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পাড়া, মহল্লা, হাট, বাজার সব জায়গায় নৌকা প্রার্থীর প্রচারণা করে যাচ্ছেন নৌকা বিজয়ী করার লক্ষে। এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন রানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।