রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
টানা তিন দিনের অতিবর্ষণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কয়েকটি বিলের প্রায় ৩০ হেক্টর বোরো ফসল ধান তলিয়ে গেছে। এতে বড় ধরণের ক্ষতির সম্মুখিন হচ্ছে কৃষকরা। এতে ওই বিলের আশপাশে এলাকার কয়েক হাজার কৃষক ব্যাপক ক্ষতি সম্মুখীন হচ্ছে ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানায়, গাজীপুর কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় এবছর ১০ হাজার ৫ শত ৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। উপজেলার আবাদের মাত্র ১৫ভাগ জমির ধান কাটা হয়েছে। বাকী সব ধান কাটার প্রস্তুতি চলছে। তিন দিনের প্রবল বর্ষনে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু বোরো ধানের জমি পানির নীচে তলিয়ে গেছে।উপজেলার দরবাড়িয়া, চাতৈলভিটি, জালশুকা,মাঝুখান, আটাবহ এলাকার বোরো ধানের জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে কাঞ্চনপুর রশিদপুর মেদিআশুাই এলাকার আলোয়া বিলের ৩০হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান পানির নীচে তলিয়ে থাকায় কৃষকরা বিপাকে রয়েছে।
তবে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানায়, এবছর হঠাৎ করেই অতি বৃষ্টি, ঝড় আর শিলাবৃষ্টির কারণে নিচু বিলের ফসল তলিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে ধান কাটা শ্রমিক সংকট থাকায় পাঁকা ফসল কেটে ঘরে তুলা কোনমতেই সম্ভব হচ্ছে না। যাও উত্তরাঞ্চল এলাকা থেকে আসা ধান কাটা শ্রমিক পাওয়া গেলেও অধিক শ্রমের মজুরি হাঁকার কারণে তাদের ধান কাটার কাজে লাগানো যাচ্ছে না।
মেদিআশুলাই এলাকার আলুয়া বিলে ইরিবোরো ধান চাষা সামাদ মন্ডল, রবিউল ইসলাম, রহিম ব্যাপারি, বিনয় মন্ডল জানান, হঠাৎ করেই অতি বর্ষণের বৃষ্টির পানি উচু এলাকা থেকে বিলে জমতে থাকে। আর ওই জমা পানি কোথাও সরে যাওয়ার নালা বা ড্রেন না থাকায় আমাদের ফসল চোখের সামনেই তলিয়ে গেছে।
আমদাইর গ্রামের কৃষক কেশব চন্দ্র সরকার জানান, ধান কাটা শ্রমিক সংকট থাকার কারণে পাঁকা ধান কেটে ঘরে তুলতে বিলম্ব হয়। এ কারণেই হঠাৎ অতি বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, চাপাইর ইউনিয়নের আলুয়ার বিলেই এ বর্ষণে প্রায় প্রায় ৩০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। বৃষ্টির কারণে এবার বোরোধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকার পানি নিস্কাশনের খাল মাটিতে ভরে যাওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খাল গুলো দ্রুত খনন করা প্রয়োজন ।