রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি॥ গাজীপুরের কালিয়াকৈর কালিয়াকৈর থানা প্রাঙ্গনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কালিয়াকৈর থানা প্রঙ্গনে এ ওপেন হাউজ অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেনীর পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুুলিশ সুপার গোলাম সবুর, সিনিয়র এ এস পি শাহিদুল ইসলাম, কালিয়াকৈর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলম, কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জোহা, কালিয়াকৈর থানার ওসি মোঃ আলমঙ্গীর হোসেন মজুমদার সহ প্রশাসনের কর্মকর্তারা।