রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

কালিয়াকৈরে আ’লীগের বিগত ১০ বছরে ব্যাপক উন্নয়ন

কালিয়াকৈর থেকে আলহাজ হোসেন॥

বিগত ১০ বছরে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলে গাজীপুরের কালিয়াকৈরে ব্যাপক উন্নয়ন হয়েছে। উপজেলার মৌচাক এলাকায় গত মঙ্গলবার রাতে এসব উন্নয়নের তথ্য চিত্র ও প্রামাণ্য চিত্র তুলে ধরেন গাজীপুর জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সিকদার জহিরুল ইসলাম জয়।

গত মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গাজীপুর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের উদ্দ্যোগে উন্নয়নের তথ্য চিত্র ও প্রামাণ্য চিত্র উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উন্নয়নের তথ্য চিত্র তুলে ধরেন সিকদার জহিরুল ইসলাম জয়। এসময় তিনি উন্নয়নের তথ্য চিত্রের বিভিন্ন লিফলেট ও সিডি গাজীপুর-১ আসনে আ’লীগের মনোনীত প্রার্থী গাজীপুর জেলা আ’লীগের সভাপতি আ.ক.ম মোজাম্মেল হকের হাতে তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ সিকদার, কালিয়াকৈর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, পৌর আ’লীগের আহবায়ক আঃ ওহাব মিয়া,পৌর সেচ্ছোসেবকলীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার, পৌর ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সবুজ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল পারভেজসহ জেলা ও উপজেলা পর্যায়ের আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। সরকারে উন্নয়নের ধারাবাহিকতায় গত ১০ বছরে দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আমলে কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

এসব উন্নয়নের মধ্যে উল্লেখযোগ্যে হলো- আধুনিক কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ,আধুনিক বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলওয়ে স্টেশন নির্মাণ,বঙ্গবন্ধু হাই-টেক পার্ক (নির্মাণাধীন), আধুনিক কালিয়াকৈর পৌর ভবন নির্মাণ, আধুনিক কালিয়াকৈর উপজেলা পরিষদ ভবন নির্মাণ, গাজীপুর-কালিয়াকৈর-টাঙ্গাইল ৬ লেনের মহাসড়ক, চন্দ্রাতে ফ্লাইওভার (নির্মাণাধীন), চন্দ্রা আধুনিক মডেল মসজিদ (নির্মাণাধীন), ভাওয়াল মির্জাপুর- কালিয়াকৈর বাজার সড়ক নির্মাণ, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে (হাসপাতাল) ৫০ শয্যায় উন্নতীকরণ, আধুনিক কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com