রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হলরুমে সোমবার দুপুরে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (প্রকল্প-প্রশিক্ষন) মোঃ নুর নবী চৌধুরী এসময় আরও বক্তব্য রাখেন, জেলা কমান্ডার আনসার ও প্রতিরক্ষা বাহিনী গাজীপুর এ কে এম জিয়াউল আলম, কালিয়াকৈর থানা ভারপাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার, আনসার ভিডিপি কালিয়াকৈর উপজেলা কর্মকর্তা আমিনুজ্জামান তালুকদার।
আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার বিভিন্ন কমান্ডের আনসার সদস্যগন। পরে প্রধান অতিথির ক্রেস্ট প্রদান ও উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।