শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে খেজুর ও ইফতার সামগ্রী। এসব ইফতার তৈরীতে মিশানো হচ্ছে বিভিন্ন প্রকার ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ও রং।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কালিয়াকৈর বাজারে ফলের দোকান, মিষ্টির দোকান ও ভাতের হোটেলে এসব ইফতার ও খেজুর বিক্রি করেন। রোজা আসলেই কিছু অসৎ ব্যবসায়ীরা ইফতার সামগ্রী আকর্ষনীয় করার জন্য বিভিন্ন প্রকারের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ও রং ব্যবহার করে থাকেন। ঢাকনাবিহীন খাবারে চলছে মাছিদের ‘বাড়াবাড়ি’। এসব রেস্তোরায় পবিত্র রমজানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে ইফতার সামগ্রী। শুধু হোটেল রেস্তোরায় নয় এর পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে অস্থায়ী ভাবে ইফতার বিক্রির দোকান দেয়া হচ্ছে। সে সব অস্থায়ী দোকানগুলো পর্যবেক্ষণের ব্যবস্থা না থাকায় নোংরা পরিবেশে ইফতার তৈরি করা হচ্ছে।
ক্রেতা সজল মাহমুদ জানান, অস্বাস্থ্যকর অবস্থায় ইফতার ও খেজুর বিক্রি হচ্ছে। তা মানুষ খেলে মানবদেহে নানা ধরনের রোগে আক্রান্ত হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ হাফিজুল আমিন জানান, যে সব দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করবে। সেই সব দোকানীকে মোবাইল কোডের মাধ্যমে জরিমানা করা হবে।