শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সোনাখালী এলাকায় বুধবার দুপুরে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাতের বয়স আনুমানিক (৩৫) ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেল লাইনের পাশে কালভার্ট নিচে পানিতে গলিত লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলিত লাশটি উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পুলিশ ধারনা করেন ১৫ থেকে ২০ দিন আগে ট্রেনের ছাদ থেকে হত্যা করে কালভার্টের নিচে ফেলে রেখে চলে গেছে। তার পড়নে ছিল কালো গেঞ্জি ও কালো সর্ট প্যান্ট।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কাশেম জানান, গলিত লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কালিয়াকৈর থানার একটি মামলার প্রস্ততি চলছে।