শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় সোমবার সকালে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা ভান্নারা এলাকার আব্দুল কাইয়ুম নামের এক ব্যক্তির সরকারি উডলট বাগানের ভেতর একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কালো বোরকা পরিহিত অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে। লাশটি পড়নে ছিল গোলাপী রংঙ্গের সেলোয়ার কামিজ। গায়ের রং উজ্জল শ্যামলা, শরীরের বিভিন্ন অংশে দাড়ালো অস্ত্র দিয়ে কোপানোর চিহৃ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা করেন সোমবার গভীর রাতে অন্য কোথাও কে বা কাহারা হত্যা করে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈর উপজেলার মৌচাক ফাঁড়ির উপ-পরিদর্শক রনি কুমার সাহা জানান, শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।