রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

কালিয়কৈরের উন্নয়ন মেলায় ২৪ ঘন্টার মধ্যে মিটার স্থাপন

কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির-১ উদ্দোগে শেখ হাসিনার উদ্দ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নয়ন মেলায় গ্রাহকের ২৪ ঘন্টার মধ্যে মিটার স্থাপন করা হয়েছে। মিটার পেয়ে গ্রাহকরা আনন্দিত।

পল্লীবিদ্যুৎ অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির-১ উদ্দ্যোগে উন্নয়ন মেলায় গ্রাহকের মিটার সংযোগ ২৪ ঘন্টার মধ্যে প্রদান করা হয়েছে।

এতে গ্রাহকরা আনন্দিত। এ সময় গ্রাহকদের কাছ থেকে আবেদন ফি বাবদ ১১৫ টাকা,জামানত বাবদ ৪০০ টাকা এবং সদস্য ফি বাবদ ৫০ টাকা নেওয়া হয়। সর্ব মোট ৫৬৫ টাকা নিয়ে তৎক্ষনিক ভাবে মিটার স্থাপন করা হয়।

তিনদিনে মোট আবেদন পরে ৪৭১টি এর মধ্যে ২৫২টির ওয়ারিং সম্পূর্ন থাকায় সাথে সাথে ওই দিনই মিটার সংযোগ দেওয়া হয়। বাকি গুলো ওয়ারিং সম্পূর্ন হলে খুব তারাতারি সংযোগ প্রদান করা হবে।

উপজেলার চাতৈলভিটি এলাকার আজাহার, শাহ আলম,সেলিম জানায়, একদিনে বিদ্যুৎ পেয়ে তার অনেক খুশি এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে স¦াগত জানায় ।

কালিয়াকৈর জোনাল অফিস পল্লী বিদ্যুৎ (ডি,জি,এম) প্রকৌশলী সাইদুর রহমান জানান, আশা করি অতি তারাতারি কালিয়াকৈর উপজেলায় ১০০ ভাগ বিদ্যুৎতের কাজ সম্পূর্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com