বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

কালকিনি উপজেলার নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুর জেলার কালকিনি ও নব গঠিত ডাসার উপজেলার ১৩টি ইউনিয়নের নিব-নর্বাচিত ১৫৬ জন সাধারণ মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বারগনের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা হলরুমে শপথ বাক্য পাঠ করান কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইশতিয়াক আশফাক রাসেল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইভান সোবহান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, যুগ্ন-সম্পাদক সরদার লোকমান হোসেন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইশতিয়াক আশফাক রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, কালকিনি ও নবগঠিত ডাসার উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান, পৌরসভা যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান মোল্লা, উপজেলা তাঁতী লীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রেজাউল ফরাজি, পৌরসভা তাঁতী লীগের সভাপতি মোঃ জামাল হোসেন প্রমুখ। প্রধান অতিথি শপথ শেষে অডিটরিয়মের প্রত্যেক নতুন বছরের ক্যালেন্ডার, ডায়েরী ও ফুল প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com