বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুর কালকিনির লক্ষীপুর সরদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।
স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এর আর্থায়ে দু’তলা বিশিষ্ট্র এ ভবন নির্মিত হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মীর গোলাম ফারুক উপজেলা চেয়ারম্যান, এস এম হানিফ, মেয়র কালকিনি পৌরসভা, বাবুল আখতার, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মাদারীপুর, আওলাদ হোসেন মাস্টার, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, কালকিনি, সরদার লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কালকিনি, মোঃ বদিউজ্জামাল শিক্ষা অফিসার, কালকিনি, সাকিলুর রহমান সোহাগ তালুকদার সদস্য, কালকিনি উপজেলা আওয়ামী লীগ, মজিবুর রহমান মোল্লা সদস্য। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলো।