বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

কালকিনিতে নৌকা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখাঁন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ চাঁন মিয়া সিকদারের নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। তবে এ বিষয় একটি মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ।

এলাকা ও প্রার্থীর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখাঁন ইউপির চরদৌলত খাঁন গ্রামের গিয়াসউদ্দিন খাঁনের বাড়ির সামনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ চাঁন মিয়া সিকদারের কাপড়ে মোড়ানো একটি নৌকা টানানো ছিল। কিন্তু প্রতিহিংসায় বসত রোববার ভোররাতে দূর্বৃত্তরা ওই নৌকাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল মোতায়ন করা হয়। এসময় স্থানীয় এলাকাবাসী নৌকা পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় উপস্থিত ছিলেন সিডিখাঁন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া সিকদার, সহ-সভাপতি জালাল সিকদার, আওয়ামী লীগ নেতা কৃষ্ণকান্ত সিকারী, যুবলীগ নেতা জামাল সিকদার, ছাত্রলীগ নেতা মিঠন মন্ডল ও বাবুল বেপারী প্রমূখ।

আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ চাঁন মিয়া সিকদার অভিযোগ করে বলেন, আমার গণজোয়ার দেখে আমার টানানো নৌকা পুড়িয়ে দিয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার লোকজন। তার সমর্থকরা রাতে দুইটি স্থানে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটিয়েছে। আমি তাদের নামে মামলা করব।

অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া বলেন, আমি নৌকায় আগুন দেইনি। তবে বিএনপির লোকজনে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে।

এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইসতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com