মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া-কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মহিপুর ইউনিয়নে মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসার ৪টন সরকারী পাঠ্যপুস্তক বেআইনিভাবে বিক্রির পায়তারা করায় মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিককে শোকজ করা হয়েছে।
বুধবার কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এক স্মারকের মাধ্যমে তাকে এ শোকজ করেন। বিনামূল্যে বিতরনের জন্য প্রদানকৃত বই বিক্রির কার্যক্রম গ্রহনের জন্য কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে না তা জানতে চেয়ে আগামী ৫ দিনের মধ্যে লিখিত ভাবে শোকজের জবাব কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বরাবরে দেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ারী মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসার ৪ টন সরকারী পাঠ্যপুস্তক ঝালকাঠির এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। রাতে এগারোটার দিকে ট্রাকে এসব বই নিয়ে যাওয়ায় সময় ট্রাক সহ বইগুলো আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।