রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪

মো. তৌহিদুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
শনিবার সকালে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিশ কানি এলাকায় যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা স্থলে আফজাল হোসেন ও জাকারিয়া নামে দুই যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। চালকসহ ২ গুরুতর আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত আফজাল হোসেন বরগুনা জেলার বড়ইতলা ও জাকারিয়া চরপাড়া এলাকার বাসিন্দা।

কলাপাড়া থানার এস আই জহুরুল ইসলাম ও আহতরা জানান, আমতলী থেকে কুয়াকাটার উদ্দেশ্য ছেড়ে আসা পাঁচ যাত্রী নিয়ে সিএনজি টি বিশ কানি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গান দিকে রাস্তার খাদে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে আফজাল হোসেন ও জাকারিয়া নিহত হন।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। অবস্থার অবনতি ঘটলে সিএনজি চালক জামাল হোসেন ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর আহত আবু সালেহ ও মাসুদ কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবু সালে জানান, আমরা আমতলী ফেরী ঘাট থেকে এসে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা করি। সিএনজির গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পরে খেজুর গাছ ধাক্কা লাগে। এতে গাড়ি উল্টে যায় আমি জ্ঞান হারিয়ে ফেলি।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানেে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com