শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
করোনা মহামারীতে অক্সিজেন সহ বিভিন্ন সামগ্রীর ঘাটতি থাকায় “বান্দরবান পরিবার” নামে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বান্দরবান স্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলা পরিষদের সভাকক্ষে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্বল্প পরিসরে স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চিকিৎসা সরঞ্জাম বান্দরবান স্বাস্থ্য বিভাগের হাতে তুলে দেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা।
এ সময় বান্দরবান পরিবারের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য ৭০ হাজার টাকা দামের ৯টি অক্সিজেন কনসেনট্রেশন মেশিন হস্তান্তর করা হয়। এছাড়া বান্দরবান সদর হাসপাতালে করোনা ইউনিটে ব্যবহারের চার্জার লাইট, বিশুদ্ধ পানিসহ বিভিন্ন সামগ্রী বান্দরবান স্বাস্থ্য বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা বলেন, চলতি র্অথ বছরেই বান্দরবান সদর হাসপাতালে সেন্ট্রাল এসি, ৪ বেডের আইসিইউ ইউনিট স্থাপনের প্রস্তুতি নিচ্ছি। তিনি বান্দরবান পরিবারকে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, ডা: বাচিং মারমা, বান্দরবান পরিবার এর প্রধান সমন্বয়ক তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ প্রমুখ।