বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও গাইবান্ধার পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়ানের বুক চিরে বয়ে যাওয়া করতোয়া নদীতে গ্রাম বাংলার ঐতিয্যবাহি নৌকা বাইজ খেলা অনুষ্ঠিত হয়েছে। এ নৌকা বাইস খেলা দেখতে বিভিন্ন দুরদুরান্ত এলাকা থেকে আসা হাজার হাজার নারী ও পুরুষ নদীর দু-পাড়ে ভির জমায়।
বুধবার বিকেলে এ নৌকা বাইজ প্রতিযোগিতা খেলায় চারটি দল অংশ গ্রহন করেন। তার মধ্যে গাইবান্ধা জেলার গোবিন্ধগজ্ঞ উপজেলার কায়াগজ্ঞ এলাকার পাগলা বাবার দল প্রথম স্থান অধিকার করে, একটি বড় খাসি এবং রংপুর জেলার কুমারপুর দুলালের দল ২য়-স্থান অধিকার করে- একটি ছোট খাসি উপহার হিসাবে পুরুস্কার গ্রহন করেন।
এ বিজয়ী দলদের মধ্যে পুরুস্কার হাতে তুলে দেন কিশোরগাড়ী ইউনিয়ানের চেয়ারম্যান রিন্টু মিয়া ও ঘোড়াঘাট পৌরসভার মেয়র আঃ ছাত্তার মিলন।