বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও থেকে::
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, বিভিন্ন জায়গায় নিম্নমানের কম্বল বিতরনের ব্যাপারে আমি অভিযোগ শুনেছি। এই কম্বলের ক্রয় প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলো তাদের ব্যাপারে সচিব ও ডিজি মহোদয়কে ডেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা তদন্ত করবে। যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের আয়োজনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যে কম্বলগুলো ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে সেগুলো থেকে আমাদের বরাদ্ধ হবে। আর বাকী যা সরবরাহ করার কথা ছিলো সেগুলো আমার বাতিল করে দিয়েছি।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমার ত্রাণ মন্ত্রাণালয়ের পক্ষ থেকে মোট ৩শ ১৬ কোটি টাকার একটা প্রকল্প নিয়েছি। যাদের জায়গা আছে, কোন রকম টিন বা কুড়ে ঘড় করে বা বাঁশের ঘড় করে আছে,বন্যায় যাদের ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুকি আছে এমন লোকেদের এই ঘড়গুলো করে দেওয়া হবে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, দুযোর্গ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের সচিব শাহ কামল, অতিরিক্ত সচিব সৈয়দ মোহাম্মদ হাশিম,ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান সহ বিভিন্ন সরকারি দপ্তরের সকল কর্মকর্তাগণ।
পরে তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করে দিনাজপুরের উদ্দেশ্যে রাওনা হন।