রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

এতিমখানার একাধিক শিক্ষার্থীকে ধর্ষন ও যৌননিপীড়নের দায়ে শিক্ষক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি::

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এতিমখানা ও বৃদ্ধাশ্রমের শিশু শিক্ষার্থীকে ধর্ষন ও যৌন নিপিড়নের অভিযোগে মঙ্গলবার সকালে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর পরিজাত এতিমখানা ও বৃদ্ধাশ্রমের শিক্ষক খালিয়া মধুপুর গ্রামের উমর আলীর ছেলে রবিউল ইসলাম (২৯) ছাত্রীদের ক্লাস নেওয়ার সুবাদে চতুর্থ শ্রেণীর ছাত্রী (১২) সাথে সুসম্পর্ক গড়ে তোলে।

সেপ্টেম্বর-১৮ থেকে জানুয়ারী-১৯ এর মধ্যে বিভিন্ন তারিখ ও সময়ে ওই ছাত্রীকে আর্থিক প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে সকলের অগোচরে এতিমখানার মেয়েদের গোসলখানায় নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পুর্বক ধর্ষন করে।

এতিমখানার অপর ছাত্রী (১০) কে টাকার লোভ দেখিয়ে ২০১৮ সালের ২০ জুন থেকে ২৫ জুনের মধ্যে যে কোন সময় একদিন মেয়েদের গোসলখানায় নিয়ে মোবাইলে পর্ণ ছবি দেখায় এবং ওই ছাত্রীর মুখের ভিতর পুরুষাঙ্গ দিয়ে যৌন নিপিড়ন করে।

একই এতিমখানার আরেক ছাত্রী (৯) কে একই ভাবে টাকার লোভ দেখিয়ে ২ জানুয়ারী দুপুরে গোসলখানায় নিয়ে একই ভাবে যৌন নিপিড়ন করে।

উক্ত ছাত্রীরা বিষয়টি এতিমখানা কর্তৃপক্ষকে জানালে এতিমখানার ভাইস চেয়ারম্যান ও মধুপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মোঃ ফারুক আহম্মেদ বাদী হয়ে মঙ্গলবার বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে ওই শিক্ষক রবিউল ইসলামকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটিকে রাজবাড়ী সদরে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষক রবিউলের বিরুদ্ধে বাদী হয়ে ফারুক আহম্মেদ নামে একজন অভিযোগ করেছে। দীর্ঘদিন যাবত মেয়েটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে রবিউল। রবিউলকে গ্রেফতার করে মঙ্গলবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com