বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

এখনি সময় সবাইকে সচেতন হতে হবে-রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও প্রতিনিধি॥

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় হিন্দুদের বাড়িতে অগ্নিকান্ডের বিষয়ে বাংলাদেশ আ:লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, ভোটের চার দিন আগে কে করছে এসব, যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, যারা মানুষকে সবসময় ঘৃনা করে, দেশের উপকার করতে চায়না, দেশকে আবারো পাকিস্তানি বানাতে চায়, দেশকে ভালোবাসেনা তারাই এসব কাজ করে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এই ঠাকুরগাঁওয়ে না ছিলো চুড়ি, না ছিলো ছিনতাই, না ছিলো জঙ্গি। হঠাৎ করেই এই জিনিসটা সৃষ্টি করাতে আমার ভাবছি ৩০ ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে ততপূর্বে ২০১৪ সালের ৫ জানুয়ারির স্বরণ করে দেয়। এখনি সময় সবাইকে সচেতন হতে হবে।

হিন্দুদের বাড়িতে অঙ্গিসংযোগের ব্যাপারে রমেশ চন্দ্র আরো বলেন, একসাথে যুদ্ধ করে আমার দেমকে স্বাধীন করেছি। তাহলে আজকে শুধু এই হিন্দুদের বাড়িতে কেন অঙ্গিসংযোগ করা হচ্ছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনকে আরো বেশি স্বোচ্চার হওয়ার আহব্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ:লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক অ্যাড মোস্তাক আলম টুলু, উপজেলা আ:লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো সহ জেলার নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com