বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
বিনোদন প্রতিবেদক : এক সপ্তাহ পরেই ঈদ । ইতোমধ্যেই ঈদের সিনেমা মুক্তি নিয়ে শুরু হয়েছে তোড়জোড় । তাই মুক্তির আগেই পুরোদমে চলছে প্রচারণা । এ জন্য টিজার থেকে শুরু করে প্রকাশিত হয়েছে সিনেমাগুলোর গানও। এবার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল তিনটি সিনেমা । ঈদে এই তিন সিনেমার সঙ্গে যুক্ত হল ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা । বিষয়টি সমকালকে নিশ্চিৎ করেছেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ।
ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে । তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প ।
সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পভিত্তিক সিনেমা । দু’দিন আগেই আমরা সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি । সিনেমাটি মুক্তির জন্য আমরা ঈদের সময়টাকে বেছে নিয়েছি । ইতমধ্যেই সিনেমার প্রচারণার কাজ শুরু হয়ে গেছে । দুই এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সব শুরু হবে । হলে দর্শক উপভোগ করবে সিনেমাটি । ঈদের প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা । সব সিনেমার সাফল্য কামনা করি ।
‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় অভিনয় করেছেন মুন্না খান, কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনা করেছেন মুন্না খান ।
সর্বশেষ ঈদুল ফিতরে রেকর্ড ১১টি সিনেমা মুক্তি পেলেও এবার ঈদুল আজহায় সেই সংখ্যা নেমে আসতে পারে অর্ধেকে । ‘ডার্ক ওয়ার্ল্ড’সহ এখন পর্যন্ত মুক্তির ঘোষণা এসেছে চারটি সিনেমার। বাকি সিনেমাগুলো হল- রায়হান রাফির ‘তুফান’, রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’।