শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানের লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানীর উদ্যোগে মুমূর্ষ রোগী ও প্রসূতী মা’দের জন্য ফ্রি গাড়ি সার্ভিস চালু করা হয়।
জানা যায়, আজিজগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানীর পক্ষ থেকে মুমূর্ষ রোগী ও প্রসবকালীন মা’দের জরুরি প্রয়োজনে ফ্রি গাড়ী সার্ভিসটি চালু করা হয়।
আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যেন জসিম উদ্দিন কোম্পানী বলেন, আজিজনগর ইউনিয়নটি পার্বত্য জেলার লামা উপজেলার একটি দূর্গম এলাকা। জনগনের কষ্টের কথা চিন্তা করে বিশেষ করে মুমূর্ষ রোগী ও প্রসূতী মা’দের জরুরী প্রয়োজনে ফ্রি গাড়ি সার্ভিস চালু করা হয়েছে। জরুরী প্রয়োজনের যোগাযোগ করুণ ০১৮৮৩৩৫৯৭১০ ও ০১৮৮১৫৯৬৫৭৭ নাম্বারে।