মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
শান্তি ও সম্প্রীতির জন্য পরিচিত পার্বত্য জেলা বান্দরবান। জেলার সদর উপজেলার রাজবিলা ও কুহালং ইউনিয়নে সম্প্রতি দুজন খুন এবং একজনকে অপহরণের ঘটনায় অপরাধী দমনে ব্যস্ত সময় পার করছিল আইন শৃংখলা বাহিনী। এই ধরাবাহিকতায় রোববার আতঙ্কগ্রস্থ এলাকায় ভয় কাটাতে রাজবিলা ইউনিয়ন পরিষদে পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির উপস্থিতিতে এক মতবিনিময় সভা করা হয়। এতে বান্দরবানের সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে এই পরিস্থিতির মাঝে এবার যুক্ত হয়েছে আসন্ন বুদ্ধ পূর্নিমায় আইএস এর হামলার হুমকি। বুদ্ধ সম্প্রদায় অধুষ্যিত জেলা হওয়ায় বর্তমান বিশ্বের পরিস্থিতিতে আইএস এর এই হুমকি হালকাভাবে নেয়নি জেলার আইন শৃৃংখলা বাহিনী। বান্দরবানে মোট ৩৪.৮৮ ভাগ বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে। ছোট বড় মিলিয়ে বৌদ্ধ বিহার রয়েছে সাড়ে চার শত। আগামী ১৮ মে বৌদ্ধ পূর্ণিমার আগে এসব বৌদ্ধ বিহারসহ পাড়া এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করেছে আইন শৃংখলা বাহিনী। বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনাও করা হচ্ছে।
জেলার রোয়াংছড়ি থানার এসআই সুমন কান্তি দে জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সোমবার উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। সভায় বৌদ্ধ সম্প্রদায়ের নিজস্ব নিরাপত্তার পাশাপাশি পুলিশের সার্বক্ষনিক নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়। এসময় এসআই সুমন কান্তি দে, এসআই আলমগীর, এসআই নজরুল, এএসআই সারোয়ার, এএসআই আলীম উপস্থিত ছিলেন। একই ভাবে জেলার সাত উপজেলার প্রতিটি থানায় এই ধরনের মতবিনিময়ের পাশাপাশি বাড়তি নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
আইএস এর হামলার হুমকি প্রসঙ্গে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, আসন্ন ১৮মে বৌদ্ধ পূর্ণিমায় অন্যান্য বারের চেয়ে এবার বাড়তি সর্তকর্তা নেওয়া হয়েছে। বৌদ্ধ বিহার, মন্দির ও পাড়া গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ জনগণের সাথে করা হচ্ছে নিয়মিত মতবিনিময়। যে কোন ধরনের হামলার ও মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ বাহিনী অত্যান্ত সজাগ রয়েছে বলে জানান তিনি।