শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

আ’লীগ পেশি শক্তি কিম্বা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসে নাই— স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি:: আগামী ১০ ডিসেম্বর বিএনপি ঢাকায় সমাবেশ শেষে ঐ স্থানে বসে থাকবেন। ওনারা বসে থাকুন কোন সমস্যা নাই কিন্তু কোনো ধরনের জনদুর্ভোগ, জানমালের ক্ষয়ক্ষতি করেন, তাহলে নিরাপত্তা বাহিনী নিজেদের কাজটি করবে।

তিনি আরো বলেন, শোনা কথা শুনি তাদের (বিএনপি) মুখে এখোনো শুনিনি, তারা নাকি বসে থেকে সেখানেই নাকি সরকার গঠন করবেন। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন গনতন্ত্রের কথা, জনগনের উপর তার বিশ্বাস, জনগনের ম্যান্ডেড নিয়ে তিনি ক্ষমতায় আসছেন, আওয়ামীলীগ কোন দিন পেশি শক্তি কিম্বা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসে না।

বুধবার দুপুরে মাদারীপুরে আছমত আলী খান ফাউন্ডেশনের আয়োজনে মাদারীপুরের স্বাধীনতাঙ্গনে ৫দিন ব্যাপি ঠোট ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

আছমত আলী খান হাসপাতালের সভাপতি সৈয়দা রোকেয়া বেগম’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম.পি। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এম.পি ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এম.পি।

এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার ম. মাসুদ আলম, মাদারীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বসার, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, মাদারীপুর সদর পৌরমেয়র খালিদ হোসেন ইয়াদসহ স্থানীয় আ’লীগ নেতাকর্মী ও কর্মকর্তা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com