বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

আলীকদমে বিএনপির শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ কারও প্ররোচনা কিংবা প্রলোভন নয়। স্ব-ইচ্ছায় প্রণোদিত হয়ে একটি আদর্শ সংগঠন বঙ্গবন্ধু আদর্শের অনুপ্রাণিত হয়ে গতকাল জাতীয়তাবাদী বিএনপি দল থেকে আওয়ামীলীগে যোগদান করেছে ১১০ জন বিএনপি নেতাকর্মী।

জানা যায়, বিগত বিএনপি সরকার আমলে দেশ পরিচালনার সময়ে হিংসাক্তক রাজনীতিকে পুঁজি করে হানাহানি, খুন, অরাজগতা, লুটপাট, বৈষম্যতা সাম্প্রদায়িকতা এক কালোমেঘে রূপ নিয়েছিল সারাদেশ। যা একটি স্বাধীন দেশ থমকে গিয়ে উন্নয়নের পথকে অবরূদ্ধ করে বিপর্যস্ত দেশ হিসেবে ধাবিত হচ্ছিল।

অমানবিক কার্যকলাপ একটি স্বাধীন দেশে কোনভাবেই বোধগম্য নয়। শর্তে আদর্শ ও উন্নয়নের ধারা বজায় রেখে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত করে বিশ্বের মাঝে এক অনন্য নজির স্থাপন করেছেন। দেশকে অন্যান্য দেশের ন্যায় উন্নত এবং সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করে শতপ্রয়াস চালিয়ে যাচ্ছেন।

স্বপ্নের এ আলোকে বাস্তবায়ন করার একাত্বতা ঘোষণা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে জাতীয়তাবাদী বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করা মূললক্ষ্য বলে জানান যোগদানকারী আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ১১০ জন বিএনপি নেতাকর্মীরা। বক্তব্যে আরো প্রকাশ আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়যুক্ত করে ৬ষ্ঠবারের মতো এমপি বীরবাহাদুর মহোদয়কে নির্বাচিত করা অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জননেতা বীরবাহাদুর উশৈসিং এম,পি মাননীয় প্রতিমন্ত্রী পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, বাবু লক্ষীপদ দাস সদস্য বান্দরবান জেলা পরিষদ ও যুগ্ন সাধারণ সম্পাদক আওয়ামীলীগ বান্দরবান জেলা, জনাব মোজ্জামেল হক বাহাদুর সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগ বান্দরবান জেলা, বাবু প্রকাশ বড়ুয়া সাবেক যুবলীগের সভাপতি বান্দরবান জেলা, বাবু মংব্রাচিং মার্মা সভাপতি আওয়ামীলীগ আলীকদম উপজেলা, সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মাসহ উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com