মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

আলীকদমে দুটি ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

আলীকদমে দুইটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা জরিমানা করছন। বুধবার (১০ এপ্রিল) সকালে ১১ টায় দিকে ভ্রাম্যমান আদালতর নির্দেশ দুইটি ইটভাটার ড্রামসিট চিমনী ভাঙ্গা হয় এবং ভাটায় ফায়ার সার্ভিস কর্মীরা পানি ঢেলে দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করন আলীকদম উপজলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. নাজিমুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয় এর সহকারী পরিচালক মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

সরজমিন দেখা গেছে, চট্টগ্রামের রাউজান নিবাসী শওকত তালুকদার এর মালিকানাধীন ফাতমা ব্রিকস্ ম্যানুফকসার (এফবিএম)-এ ভ্রাম্যমান আদালত প্রথম অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রামসিট চিমনী ভাঙ্গা হয় এবং ভাটায় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ঢেলে আগুন নিভিয়ে দয়। এরপর আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন চেয়ারম্যানের মালিকানাধীন ইউনিক ব্রিকস্ ম্যানফকচারিং (ইউভিএম) ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালান। একইভাবে এ ইটভাটায়ও চিমনী ভঙ্গ ভাটায় ফায়ার সার্ভিস কর্মীদের দিয়ে পানি ঢালা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৪ ও ৬ ধারা লঙ্গন করে লাইসেন্স বিহীন ইট প্রস্তুত ও কাঠ পাড়ানোর অভিযোগে জরিমান করা হয় দু’টি ইটভাটা মালিক কেএফবিএম ইটভাটার মালিক শওকত তালুকদার বলেন, আলীকদম উপজেলায় সরকার বিভিন্ন প্রকল্পের কাজ চলমান আছে। সরকারি কাজ এবং স্থানীয় নানা ধরনের উন্নয়নের কাজের চাহিদা থাকায় তিনি ইট তৈরী করছেন।

ভ্রাম্যমান আদালতর ম্যাজিস্ট্রট মা. নাজিমুল হায়দার বলেন, পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাকে নিয়ে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় আদালত প্রতি ইট ভাটায় ৫০ হাজার টাকা হারে সর্বমাট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com