বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী রাখি সাওয়ান্ত মা হতে পারবে না । জরায়ুতে অস্ত্রোপচারের কারণে তিনি কখনো মা হতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
গত ১৪ মে রাখি সাওয়ান্তকে ভর্তি করা হয়েছিল ভারতের মুম্বাইয়ের এক হাসপাতালে । সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছেন রাখি ।
রাখির অসুস্থতা নিয়ে তার প্রথম ও সাবেক স্বামী রীতেশ বলেছিলেন, চিকিৎসকরা রাখির জরায়ুতে টিউমার পেয়েছেন । অস্ত্রোপচারও হয় তার । সেই অস্ত্রোপচারের কারণেই নাকি আর কখনো মা হতে পারবেন না রাখি ।
এই অভিনেত্রী বলেন, আমার চিকিৎসার জন্য অনেকটা খরচ সালমান খান দিয়েছেন । সালমান বরাবরই আমার পাশে দাঁড়িয়েছেন । তার মতো মানুষ হয় না ।
প্রায় ১০ সেন্টিমিটারের একটি টিউমর ধরা পড়েছিল অভিনেত্রীর জরায়ুতে । খবরে সিলমোহর দেন খোদ রাখিই । এই সময় রাখির পাশে দাঁড়ান তার প্রথম স্বামী রীতেশ সিংহ । বেশ অনেক দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । হাঁটতে চলতেই সমস্যা হচ্ছিল রাখির ।
যদিও সেই সময় রাখির যাই করছেন সবটাই নাটক বলে দাবি করেছেন তার দ্বিতীয় স্বামী আদিল । আদিল জানিয়েছিলেন, গোটাটাই না কি সাজানো ঘটনা । রাখি নাকি সম্পূর্ণ সুস্থ! তিনি যে সব মামলা করেছেন রাখির নামে, সেগুলি থেকে বাঁচতেই অসুস্থতার ভান করছেন অভিনেত্রী ।