মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::
বরাবরের ন্যায় এবারও জেএসসিতে শতভাগ পাশ ও অতুলনীয় জিপিএ-৫ পেয়ে চমক দেখিয়েছে দিনাজপুরের চিরিরবন্দর আমেনা-বাকী রেসিঃ মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েব সাইডে ২০১৯ সালের জেএসসি’র ফল প্রকাশ হলে এ তথ্য পাওয়া যায়।
স্কুলের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান জানান, এ বছর তাদের স্কুল হতে মোট ২২৯ জন জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ পাশ করেছে। এরমধ্যে জিপিএ ৫.০০ পেয়েছে ১০৯ জন। এ ফলাফলের জন্য তিনি সকল অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার ফল বলে মনে করছেন।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক সার্জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন জানান, প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুমিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলোকে জাগ্রত করে দেশের কল্যানে কাজে লাগানোর জন্য তিনি অজোপাড়াগাঁয়ে এরকম একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এজন্য এলাকার লোকদের সহযোগিতার কোন কমতি ছিলনা।