বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

আমরা আসলে প্রোডাক্ট হয়ে গেছি!

বিনোদন ডেস্ক : অভিনেতা মীর সাব্বির । অভিনয়ের গণ্ডি পেরিয়ে এরইমধ্যে সিনেমা নির্মাণেও দক্ষতার পরিচয় দিয়েছেন । প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার । পাশাপাশি ঈদের একাধিক নাটক ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি । নিজের কর্মপরিকল্পনা এবং ইন্ডাস্ট্রির নানা সংগতি-অসংগতি নিয়ে কথা হয় ।

ঈদে বিশেষ কী নিয়ে হাজির হচ্ছেন?

এই ঈদে খুব বেশি কাজ করতে পারিনি । ৪-৬টি কাজ এবার প্রচারিত হবে । সম্প্রতি শেষ করেছি একটি ৭ পর্বের ধারাবাহিক, একটি টেলিফিল্মসহ দু-তিনটি নাটকের কাজ । এর বাইরে নিয়মিত কাজ বলতে, ‘মিলন হবে কতদিনে’ নামে নতুন একটি সিরিয়ালের শুটিং চলছে । একটি ধারাবাহিকের কাজ কাল থেকে শুরু হবে । পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপনের কাজও করলাম। এছাড়াও প্রচারিত হচ্ছে ‘গোলমাল’ এবং ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ সিরিয়ালগুলো ।

এক নামে শুটিং, অন্য নামে প্রচার!—ইদানীং এই বিষয়টি নিয়ে অনেকেই কথা বলছেন ।

আপনার অভিজ্ঞতা কেমন?

আমার ক্ষেত্রে তো এমনটা অসংখ্যবার হয়েছে । ‘ঘোড় সওয়ার’ নামে নাটকের শুটিং করেছি, অথচ ইউটিউবে দেখলাম ‘ঘোড়ার ডিম’। যখন এমনটা দেখি তখন সত্যি বিভ্রান্ত হই । ভাবি, এই নাম তো শুটিংয়ের সময় ছিল না । টিভি চ্যানেলের ক্ষেত্রে এটা হয় না । তবে ইউটিউবের ক্ষেত্রে হয় । তারা ব্যবসায়িক স্বার্থে একটু অদ্ভুত বা পাগলাটে অথবা অশ্লীল নাম ব্যবহার করে। মনে করে এতে দর্শকরা দ্রুত গ্রহণ করবে ।

এতে আপনাদের ইমেজ সংকটে পড়ছে কি-না?

অবশ্যই আমাদের ইমেজ নষ্ট হচ্ছে । একটা শ্রেণি হয়তো এ ধরনের নাম খোঁজে । কিন্তু রুচিশীল দর্শকরা এই নামগুলো দেখে ক্লিকই দিচ্ছে না । এতে আমাদের ক্ষতি হচ্ছে, আমরা আসলে প্রোডাক্ট হয়ে গেছি! দিন দিন আমাদের প্রোডাক্ট বানানো হচ্ছে! যে যেভাবে পারছে আমাদের বিক্রি করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছে । কিন্তু শিল্পী তো একদিনে তৈরি হয় না । অনেক ত্যাগ, পরিশ্রম, ভালোবাসার পরই একজন শিল্পীর জন্ম হয় । আমি মনে করি, একজন ভালো শিল্পী, নির্মাতা, গল্প মিলিয়ে ভালো ভালো কাজ এলে তবেই ইন্ডাস্ট্রির খুঁটি মজবুত হয় । কিন্তু ইদানীং এই খুঁটি নড়বড়ে হয়ে যাচ্ছে ।

কিন্তু এখন তো সবাই নির্মাতা-শিল্পী বনে যাচ্ছেন…

এখন তো প্ল্যাটফর্ম পরিবর্তন হয়েছে । ইউটিউবের কারণে মানুষের সাহস বেড়ে গেছে । অশিল্পী নিজেকে শিল্পী দাবি করছেন, অলেখক নিজেকে লেখক দাবি করছেন । যে মিউজিক ডিরেকশনের ‘ম’ জানেন না, তিনিও বলছেন এবার ২০টা নাটক মেকাআপ করেছি! আসলে এখন চাহিদার চেয়ে জোগান বেশি হয়ে গেছে । আর এমনটা হলে একটা গন্ডগোল তৈরি হয় । যার ভেতর দিয়ে আমরা যাচ্ছি ।

নতুন সিনেমা নির্মাণের কথা বলেছিলেন। অগ্রগতি কতদূর?

আমার দ্বিতীয় সিনেমা নির্মাণের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে । এরই মধ্যে সব কিছু রেডি করে ফেলেছি । শুধু ঘোষণা দেওয়ার বাকি । ‘রাতজাগা ফুল’-এর মতোই দারুণ একটি গল্পে সিনেমাটি নির্মাণ করব ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com