শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানে শোক দিবসের আলোচনা সভায় বলেছেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি, আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, যেখানে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হত সেখানে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌছে যাচ্ছে, এর পেছনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশের মানুষের উন্নয়ন ও অর্থনীতির মুক্তির জন্য শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা চলছে।
পার্বত্যমন্ত্রী বলেন, পাহাড়ে শেখ হাসিনার সরকারের নেতৃত্বে শান্তি চুক্তি করা হয়েছে সুতরাং কেউ অবৈধ অস্ত্র হাতে নিয়ে মানুষের জীবনকে দুবির্ষহ করার চেষ্টা করবেন না, এতে কারো কল্যাণ আসবে না। পার্বত্য চট্রগ্রামের অশান্ত পাহাড়কে শান্তি-চুক্তির মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা শান্তি প্রতিষ্ঠা করেছে।
মন্ত্রী বলেন, ৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলো, তারা জাতী-গোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করে পাহাড়কে অশান্ত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিচুক্তি করে অশান্ত পাহাড়কে শান্ত করেছে। শনিবার বিকালে জেলা শহরের মুক্তমঞ্চে পৌর আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি এসব কথা বলেন।
এদিকে আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, আওয়ামীলীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী, যুগ্ন সম্পাদক লক্ষী পদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ক্যসাপ্রু, প্রচার-প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগের নেতা কামাল পাশাসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।