বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:১১ অপরাহ্ন

অ‌ভি‌নেত্রী সীমানা মারা গে‌ছেন

অ‌ভি‌নেত্রী সীমানা মারা গে‌ছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিনোদন ডেস্ক:: অ‌ভি‌নেত্রী সীমানা মারা গে‌ছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হ‌য়ে‌ছিল ৩৯ বছর।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৬টায় হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ‌্যম‌কে এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী।

মৃত‌্যুকা‌লে অভিনেত্রী সীমানা তিন ও সাত বছর বয়সি দুইজন সন্তান রে‌খে গে‌ছেন।

গত ২১ মে সীমানার স্ট্রোক হয়, দ্রুত তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। তার লিভারের সমস্যাও আছে। সেখানে নিউরোলজিস্ট ও লিভার স্পেশালিস্ট দুই ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। পরে তার জ্ঞান না ফেরায় আইসিইউতে রাখা হয়। গত বুধবার সীমানার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সীমানা। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। এরপর নাটক, বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com