শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি বশির আহমেদ: ১ জুন হতে স্বাস্হ্য বিধি মেনে সীমিত আকারে সারাদেশে গণপরিবহন চলাচল শুরু হয়।বান্দরবানের ট্রাফিকপুলিশ সব গণপরিবহনকে সরকার কর্তৃক নির্দেশিত নীতিমালা অনুসরণ করার অনুরোধ করা হয়।বাস সহ অধিকাংশ গণপরিবহন মেনে চললেও সিএনজি,মাহেন্দ্র,অটো গাড়ি স্বাস্হ্য বিধি না মানায় এবং অতিরিক্ত যাত্রী বহন করায় অদ্য জেলা ট্রাফিকপুলিশ শহরের কয়েকটি স্হানে চেকপোস্ট পরিচালনা করে ১৭ টি যানবাহন আটক করে।
করনার মহামারি সময়ে আসুন আমরা স্বাস্হ্য বিধি ও ট্রাফিক আইন মেনে চলি।।