মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর থানা পুলিশের হাত থেকে স্বামী ছিনতাই ঘটনায় আমি কোন ভাবেই দায়ি নই। আমার বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী মহলের ইন্দনে আমাকে জড়িয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। শুক্রবার সকাল ১১টায় বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতব্বর তার নিজ বাড়ি কালীখোলায় স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন
আমার বিরুদ্ধে গত ৩০ জানুয়ারি দেশের বিভিন্ন জাতীয় স্থানীয় ও অনলাইন সংবাদমাধ্যম এ পুলিশের হাত থেকে আসামি ছিনতাই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের ভিতরে আমার নাম জড়িয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
ওই সংবাদের ভিতরে আমার নেতৃত্বে থানা থেকে হাসপাতালে ফারুক হোসেন বাকু কে নেওয়া হয় বলে উল্লেখ করা হয়। তিনি স্থানীয় সাংবাদিকদের আরও জানান তিনি উক্ত ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নাই বা তার নেতৃত্বে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সংবাদটি তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে একটি স্বার্থন্বেষীমহলের ইন্দনে করা হয়েছে। তিনি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগাঠনিক হিসেবে আ’লীগের দুঃশাষন সময়ে দলের জন্য জীবনবাজী রেখে যথাযথভাবে কাজ করেছি। এবং বিগত সময়ে মিথ্যা মামলার আসামী হয়ে জেল খেটেছি। আগামীতেও আমি দলের জন্য নিরলস কাজ করে যাবো। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন, ফরিদ হোসেন মোল্যা, সুমনসহ আরও অনেকে।