বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে নির্বাহী অফিসারের সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনা নার্গিস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সেলিম হোসেন খান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক হারুন উর রশিদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, প্রাণি সম্পদ দপ্তরের ডাঃ মোঃ কামরুল হাসান, সিনিয়র মৎস অফিসার মোঃ জিযাউল হক জুয়েল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম সহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা।