সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
ফরিদপুর জেলা প্রতিনিধিঃঃ
রাজবাড়ীর বালিয়াকান্দীতে ১শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে ২২ জানুয়ারী সোমবার র্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ২১ জানুয়ারী ২০১৮ইং রোববার রাত ১০টায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানাধীন তেতুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শফিক খান (২৭), পিতা- আঃ রাউফ খান, সাং- তেতুলিয়া, থানাঃ বালিয়াকান্দী, জেলাঃ রাজবাড়ীকে ১শ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার বালিয়াকান্দী এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।