a b
- ৫ জুলাই, ২০২৫ / ১২২ জন দেখেছেন
নিজস্ব প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের চরখলসী নবজাগরণ যুব সংঘ আয়োজিত গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। জামশাকে হারিয়ে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে নবাবগঞ্জ ফুটবল একাডেমি।
শুক্রবার(৪ জুলাই) বিকেলে চরখলসী নবজাগরণ যুব সংঘের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়৷ এতে নবাবগঞ্জ ফুটবল একাডেমি ও জামশা ফুটবল একাডেমি অংশ নেয়৷ এ সময় বৃষ্টিভেজা বিকেলে মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন দর্শকরা।
চরখলসী নবজাগরণ যুব সংঘের সভাপতি আব্দুস সাত্তার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক।
তিনি বলেন, খেলাধুলা সমাজকে ভালো রাখে৷ গ্রামের ঐতিহ্যের এসব খেলাধুলা দিনদিন হারিয়ে যাচ্ছে। গ্রামে এসব খেলাধুলাকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে৷ তবেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে৷
রাজিবুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, বিএনপি নেতা- মহশিন তুষার, মোহাম্মদ সেন্টু মোল্লা, আব্দুল মান্নান,লেলিন আহমেদ রাসেল, শাহিনুর আলম, লিয়াত চৌধুরী লিমন, দুর্জয় মাহমুদ সোহেল, মোহাম্মদ ঝন্টু মোল্লা, স্বপন ভূঁইয়া প্রমুখ৷
এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস বেপারী।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা পুরস্কার এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার তুলে দেন অতিথিরা।
Like this:
Like Loading...
Related