বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
মো. আল আমিন টিটু, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: কিশোরগঞ্জের ভৈরবে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বিক্রিত জমি বুঝিয়ে না দেয়াসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দ্বীন ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় আজ দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়নে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাকিব আহমেদ নামে এক যুবক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাকিব আহমেদ বলেন, শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দ্বীন ইসলামের ছেলে রিয়াজুল ইসলামের কাছ থেকে ৫ শতাংশ জায়গা কিনেন সাকিব আহমেদ। রিয়াজুল ইসলামের কাছ থেকে জমি বুঝে পেয়ে নামজারি করা হয়। পরবর্তীতে জায়গা দখল করতে গেলে চৌহদ্দি নিয়ে আপত্তি সৃষ্টি হয়। এতে বাধে বিপত্তি। আওয়ামী লীগ নেতা দ্বীন ইসলাম মিয়া ও তার ভাই শহিদুল্লাহ বিভিন্ন ভাবে জমি দখল করতে গেলেই বাধা দেন। ছেলে রিয়াজুল জমি বুঝিয়ে দিলেও বাবা দ্বীন ইসলাম মিয়া জমি বুঝিয়ে না দিয়ে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করেন।
এদিকে দ্বীন ইসলামের দায়ের করা মামলার রায়ও সাকিব মিয়া পক্ষে যায়। এরপরও জায়গা বুঝিয়ে না দিয়ে নানা তালবাহানা করছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে শিমুল কান্দি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন ও স্থানীয় বাসিন্দা তারা মিয়া উপস্থিত ছিলেন।