সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়নগঞ্জ থেকে:: নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও শপিং ব্যাগ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান মালামাল জব্দ করা হয়েছে। এসময় কারখানা থেকে আনুমানিক ২৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় উক্ত কারখানাটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. আল মামুনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম অভিযান চালিয়ে পলিথিন ও শপিং ব্যাগগুলো জব্দ করে।
এরপর রোববার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়–য়া প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।