মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন

তবে কি বুবলীই হচ্ছে শাকিবের পরবর্তী বউ?

বিনোদন ডেস্ক:: বর্তমানে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মায়া’ ছবির গানের শুটিং করতে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। যার ফলে ডিভোর্সের বিষয়ে শুনানি ও ঝামেলা মিটানোর জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শাকিব-অপুকে তলব করা হলে শাকিব সেখানে উপস্থিত হননি। তবে অপু বিশ্বাস ঠিকই উপস্থিত হয়েছিলেন।

এদিকে শাকিবের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, অপু বিশ্বাসের সঙ্গে সংসার করার কোনো ইচ্ছেই শাকিবের নেই। তাই কোনো শুনানিতে তিনি বা তার প্রতিনিধি উপস্থিত নাও হতে পারেন। কাবিনের টাকা পরিশোধ করা হবে সময়মতো। তবে অপু-শাকিব ডিভোর্সের মধ্যে দিয়ে শাকিব-বুবলীর সম্পর্কের ধারণাটা আরো তীব্র হয়ে উঠছে। কারণ প্রতিবারই শাকিব-বুবলীকে পাওয়া যাচ্ছে একই সঙ্গে!

সেক্ষেত্রে শাকিব-বুবলীর বিয়ের সম্ভাবনাটা কিন্তু ধীরে ধীরে প্রকট হয়ে উঠছে। এখন দেখা যাক আসলে কোথায় গিয়ে শেষ হয় অপু-শাকিব-বুবলীর এই ত্রিমাত্রিক টানাপোড়েন। সূত্র: সময় টিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution