মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর উল্টে ইঞ্জিনের নীচে পড়ে শাহিনুর ইসলাম শাহিন (২০) নামে ড্রাইভারের মৃত্যু হয়েছে। মৃত শাহিন উপজেলার নান্দেড়াই গ্রামের আমির আলির ছেলে। ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৬টায় উপজেলার আন্ধারমুহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে এঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে ড্রাইভার শাহিন ইটভাটায় মাটি সরবরাহের জন্য দ্রুত গতিতে ট্রাক্টর নিয়ে আন্ধারমুহা খাড়ির পাড়ে যাওয়ার সময় বাঁক ঘুরতে গিয়ে ট্রাক্টর উল্টে ইঞ্জিন তার গায়ের উপর চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম জানান, শাহিনের মৃত্যুর ব্যাপারে এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।