শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

রাবিতে রাকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ জয়, ২৩ পদের ২০টিতেই বিজয়ী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’

রাবি প্রতিনিধি॥
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নিরঙ্কুশ জয়লাভ করেছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই বিজয় ছিনিয়ে নিয়েছে এই জোট।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

কার্যনির্বাহী পদে বিজয়ীরা
রাকসুর গুরুত্বপূর্ণ পদগুলোতে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন এস এম সালমান সাব্বির।

এছাড়াও এই জোট থেকে নির্বাচিত হওয়া অন্যান্য সম্পাদক পদের প্রার্থীরা হলেন:

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: জায়িদ হাসান জোহা

সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মো. রাকিবুল ইসলাম

মহিলা বিষয়ক সম্পাদক: সাইয়িদা হাফছা

সহকারী মহিলা বিষয়ক সম্পাদক: সামিয়া জাহান

তথ্য ও গবেষণা সম্পাদক: বি এম নাজমুছ সাকিব

সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মো. মুজাহিদ ইসলাম

সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ গালিব

সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক: আবু সাঈদ মোহাম্মাদ নুন

সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সাঈম

বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক: ইমরান লস্কর

সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক: মো. নয়ন হোসেন

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: আবদুল্লাহ আল মাসুদ

সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: মাসুমা ইসরাত মুমু

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জোটের চারজন প্রার্থী— মো. দ্বীপ মাহবুব, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক কামালি ও এ বি এম খালেদ।

অন্যান্য বিজয়ী
২৩টি পদের বাকি ৩টির মধ্যে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ছাত্রদল মনোনীত প্রার্থী নারগিস খাতুন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফায়েল আহমেদ (স্বতন্ত্র) জয়ী হয়েছেন।

সিনেট প্রতিনিধি নির্বাচন
এদিকে, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি আসনের মধ্যে শিবির মনোনীত প্রার্থীরা ৩টিতে জয় পেয়েছেন। নির্বাচিত এই ৩ জন হলেন— মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা এবং এস এম সালমান সাব্বির।

অন্য দুইজন নির্বাচিত সিনেট সদস্য হলেন— সালাহউদ্দিন আম্মার ও আকিল বিন তালেব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com