মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ বাছাইপর্বে রোববার (১৬ নভেম্বর) ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নরওয়ে। ম্যাচে জোড়া গোল করেছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।

সান সিরোতে দ্বিতীয়ার্ধে এক মিনিটের ব্যবধানে হালান্ড দুই গোল করলে ইতালির পরাজয় সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়। এই জয়ে বাছাইপর্বে আট ম্যাচে শতভাগ জয়সহ ২৪ পয়েন্ট নিয়ে আই-গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো নরওয়ে।

অন্যদিকে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইতালিকে টানা তৃতীয়বারের মতো প্লে-অফের জন্য অপেক্ষায় থাকতে হবে। আগের দুই আসরে প্লে-অফ থেকে বিদায় নিয়েছিল আজ্জুরিরা।

ম্যাচ শেষে নরওয়ের কোচ স্টেল সোলবাকেন বলেছেন, দেখা যাক ড্র’তে আমরা কোন গ্রুপে খেলতে পারি। তবে সত্যি বলতে কি আমি চিন্তাই করিনি বিশ্বকাপে খেলতে পারবো।

২৭ বছর আগে নরওয়ে যখন সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল তখন ওই দলে ছিলেন হালান্ডের বাবা আল্ফ-ইগনে হালান্ড। বাছাইপর্বে ১৬ গোল করা ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হালান্ডের দিকে আগামী বিশ্বকাপে সকলের চোখ রাখতেই হবে বলে দাবি করেছেন কোচ সোলবাকেন। এবারের মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে যতগুলো ম্যাচ খেলেছেন তার থেকে বেশি গোল করেছেন ২৫ বছর বয়সী হালান্ড।

১১ মিনিটে পিও এস্পোসিতোর গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। ৬৩ মিনিটে নরওয়েকে সমতায় ফেরান এন্টোনিও নুসা। ৭৮ ও ৭৯ মিনিটে পরপর দুই গোল করে হালান্ড পুরো ম্যাচের চিত্র পাল্টে দেন। ইনজুরি টাইমে দলের হয়ে শেষ গোলটি করেছেন জর্জেন স্ট্র্যান্ড লারসেন।

নরওয়ের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থান পাওয়া ইতালিকে বিশ্বকাপের টিকেটের জন্য আগামী বছর মার্চে প্লে-অফে খেলতে হবে। ম্যাচ শেষে স্থানীয় গণমাধ্যমে সংক্ষিপ্ত সাক্ষাতকারে ইতালিয়ান কোচ জেনারো গাত্তুসো সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন।

বাছাইপর্বের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিল ইতালি। ওই ম্যাচের পর কোচ লুসিয়ানো স্পালেত্তি চাকরি হারিয়েছিলেন। কার্যত হার দিয়ে বাছাইপর্ব শুরু করা ইতালি আর ঘুঁড়ে দাঁড়াতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com