বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

২০ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দীর্ঘ ২০ বছর পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম নির্বাচনি জনসভা। এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য অনুসরণ করে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সূত্র জানায়, সিলেটের উদ্দেশ্যে আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তারেক রহমান। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ির মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি নিজেই এ তথ্য জানান।

ওই অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বুধবার আমি সিলেট চলে যাবো। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবো। কাল বিকেলে আমি প্লেনে যাবো আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি আরও বলেন, প্রচারণায় ব্যবহৃত গাড়িগুলো আগেই সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে।

দলীয় কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভার শুরুতে তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

জনসভায় যোগ দেওয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে তারা আশা করছেন।

এদিকে জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভার শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন নিবিড়ভাবে কাজ করছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। একই সঙ্গে তারেক রহমানের মাজার জিয়ারত উপলক্ষে মাজার কর্তৃপক্ষও তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের সিলেট সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। এই সফর ও জনসভা আসন্ন জাতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে—সে দিকেই এখন নজর সবার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com