শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

১৭ মার্চ পর্যন্ত চলবে একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক:: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আগের তুলনায় কমে আসায় অমর একুশে বইমেলা আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে বলে জানা গেছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ১৫ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাস চলার ইঙ্গিত দিয়েছিলেন।

তিনি বলেন, যেহেতু বইমেলা দেরিতে শুরু হয়েছে, তাই বইমেলা সময় এক মাস করা যেতে পারে। অনেকে অনুরোধ করেছেন মেলার সময় বাড়িয়ে দেওয়া যায় কিনা। আমার মনে হয় বইমেলা এক মাস চলতে পারে। বাকিটা আপনারা দেখবেন কতটা করতে পারেন।

অমর একুশে বইমেলা ২০২২ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, আমরা এখনও চিঠি পাইনি। তবে শুনছি সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com