রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: মহামারি করোনাভাইরাসের কারণে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামী ১২ সেপ্টেম্বর। কিন্তু এ সময় দেশের বন্যাকবলিত এলাকার বিদ্যালয়গুলো খোলার কোনও বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে অধিদফতরের মহাপরিচালক বলেন, দেশের যেসব এলাকা বন্যাকবলিত সেসব এলাকার বিদ্যালয় এখনই খুলে দিয়ে শ্রেণি পাঠদান করার প্রয়োজন নেই। তারা পরে শ্রেণি পাঠদান শুরু করবে। অনেক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের প্রায় দশটি জেলা প্লাবিত হয়েছে। এতে করে এসব এলাকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে অনেক বিদ্যালয়ে পানি জমে গেছে। বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হচ্ছে। গত ৫ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে উপাচার্যদের সঙ্গে বসে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এদিকে করোনার কারণে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রস্তুতি নিতে ১৯ দফা নির্দেশা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।